ইসরায়েলের হাইফা নৌ ঘাটিতে সফলভাবে স্কোয়ারড্রোন ও বিমান হামলার দাবি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার (১১ নভম্বর) আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টের মাধ্যম এই হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ।
অন্যদিকে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভোর বেলায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩জন শিশু ও ৯ জন নারী রয়েছেন। উদ্ধারকারীরা লাশ ও আহতদের ধ্বংসস্তুপ থেকে বের করছেন।
এছাড়া লেবাননের আলমাত গ্রামে ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ ২৩ লেবানিজ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী বৈরুতসহ অন্যান্য এলাকায় ৩৮ লেবানিজ নিহত হয়েছেন।
এছাড়াও সিরিয়ার রাজধানী দামেস্কে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নারী ও শিশুসহ ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।









