আগেই আলোচনায় ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছাড়বেন সন হিউং মিন। এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন লন্ডন ছাড়ছেন সাউথ কোরিয়ান তারকা ফরোয়ার্ড। ১০ মৌসুম কাটিয়েছেন উত্তর লন্ডনের ক্লাবটিতে। আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাম লেখাবেন সন।
২০২৪-২৫ মৌসুমে সনের অধিনায়কত্বে ১৭ বছর পর ইউরোপিয়ান কোনও মেজর শিরোপা জেতে টটেনহ্যাম। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা উঁচিয়ে ধরেন সনবাহিনী। ক্লাবটির ৪৫৪ ম্যাচ ১৭৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০১টি গোল।
৩২ বর্ষী সন বলেছেন, ‘উত্তর লন্ডনে খুবই অল্প বয়সে আসি। তখন কিশোর ছিলাম, ঠিকঠাকভাবে ইংরেজিও বলতে পারতাম না। এখন ক্লাবটি ছাড়ছি পরিপক্ক হয়ে। যা আমার জন্য বেশ গর্বের।’
‘স্পার্সের হয়ে ইউরোপা জেতার পর মনে হয়েছে আমি এখানে সবকিছু জিতেছি। ১০ বছর অনেক দীর্ঘ সময়। আমার নতুন পরিবেশ ও নতুন চ্যলেঞ্জ দরকার। একটু পরিবর্তনও দরকার। নিজের এমন সিদ্ধান্তের জন্য নিজেকে ঝালিয়ে নিয়েছি।’
২০২৬ সালের জানুয়ারিতে টটেনহ্যামের সঙ্গে সনের চুক্তির মেয়াদ থাকলেও গ্রীষ্মেই ক্লাব ছাড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে লিওনেল মেসিদের লিগে নাম লেখাতেই আগে ভাগে ক্লাব ছাড়ছেন তিনি ।
২০২৩ সালে ক্লাবটির টটেনহ্যামের আর্মব্যান্ড পরেন সন। ক্লাবের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। ২০২১-২২ মৌসুমে প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে যৌথভাবে লিভারপুল তারকা মোহাম্মাদ সালাহর সঙ্গে জিতেছিলেন গোল্ডেন বুট।









