মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। গত ১৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ফতেহ আলী চৌধুরী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।








