২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যাওয়া আসন ‘জোর করে ছিনিয়ে নেয়া’র অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন ইউটিউবার হিরো আলম। তাকে পেলে ‘গণধোলাই’ দেয়ার কথাও জানান আলম।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। তার কাছে পরাজিত হন আলম। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। আলমের দাবী, আরাফাতের নির্দেশেই তার ওপর হামলা করা হয়েছিলো।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা আটক হয়েছেন। বেশীর ভাগ নেতাই আত্মগোপনে। আরাফাতও ব্যতিক্রম নন। আর এই সময়ে নিজের উপর হওয়া অন্যায় নিয়ে মুখ খুললেন হিরো আলম।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে যে নির্বাচন হয়, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি, তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়। সে আমাকে খুন করার চেষ্টা করে।
এ সময় হিরো আলম দেশবাসীর উদ্দেশে বলেন, আমার ওপর কীরকম নির্যাতন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানেই পাবেন না কেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এবং আমাকেও জানাবেন তাকে পেলে; আমিও তাকে গণধোলাই দেব।
আরাফাতের বিরুদ্ধে হত্যামামলা করবেন জানিয়ে তিনি বলেন, সে আমাকে যে খুন করতে চেয়েছিল। এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, সেইদিনই আমি তার বিরুদ্ধে হত্যামামলা দেব। এবং সে আমার যে আসনটা ছিনিয়ে নিয়েছে, তার বিচার চাই।








