আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে তার স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১৫ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, হিরো আলমের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং স্বর্ণালংকার চুরির অভিযোগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় হিরো আলমসহ আহসান হাবিব সেলিম ও ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়—সম্প্রতি দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পক্ষকে ডাকা হলে সেখানে হিরো আলম ও তার সহযোগীরা বাদী পক্ষের সঙ্গে গালিগালাজ এবং পরে তার বর্তমান বাসায় ঢুকে লাঠি দিয়ে মারধর করে। এতে রিয়া মনির শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এসময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
মামলায় হিরো আলম আগে জামিন পেলেও আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় জামিন শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরীর আবেদনের পর গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
পরোয়ানা জারির তিন দিনের মাথায় আজ তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









