১৩ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন কদিন আগে। ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকেও বিদায় নিয়েছেন। টি-টুয়েন্টি ক্যারিয়ারটা এখনও চালিয়ে যেতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, সেটির প্রমাণই যেন দিলেন অজি ওপেনার। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে হেলিকপ্টারে চেপে বিগ ব্যাশের ম্যাচে নামতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হাজির হয়েছেন খেলার একেবারে আগে আগে।
সিডনি ডার্বিতে অংশ নেয়ার ইচ্ছার কথা ওয়ার্নার আগেই জানিয়েছিলেন। গত ৬ জানুয়ারি এ মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ টেস্টটি। পরে সিডনি থান্ডার্সের হয়ে খেলার ইচ্ছার কথা জানান। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচের দিন আবার ছিল ৩৭ বর্ষী তারকার ভাইয়ের বিয়ে। সময় মেলাতে হিমশিম খাওয়ায় ওয়ার্নার ভেন্যুতে পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছিলেন।
চাওয়া মতোই কাজ হয়েছে। ওয়ার্নারের আবদার মেটাতে করা হয় হেলিকপ্টারের ব্যবস্থা। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার আগেই সিডনিতে ফিল্মি স্টাইলে হাজির হন অজি তারকা। এ মাঠে তিনি খেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট, চতুর্থ দিনে এসেছিল ম্যাচের ফল। সেদিন সিডনির সবুজ মাঠে সাদা রঙে বড় অক্ষরে লেখা ছিল Thanks DAVE (ধন্যবাদ ডেভ)। উপরে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল তার টেস্ট ক্যাপ নম্বর ৪২৬। ঠিক সেই স্থানেই হেলিকপ্টার অবতরণ করে।
হান্টার ভ্যালি থেকে ভাইয়ের বিয়েতে যোগদান শেষে হেলিকপ্টারে সিডনিতে আসা নিয়ে টিভি সাক্ষাৎকার দেন ওয়ার্নার। তাতে মিশে ছিল খানিক রসিকতাও। বলেন, ‘আমি এখানে নামার জন্য সর্বোত্তম ও যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি বোর্ডে কিছু রান দিতে পারবো। যদি কোনো রান না পাই, তবে কিছুটা হাঁসের মতো দেখতে পারি। এখানে বাইরে থাকতে চাই। বিনোদন দিতে চাই। আমাদের দলকে পরবর্তী তিনটি খেলায় জেতাতে চেষ্টা করতে এবং সহায়তা করতে চাই।’








