সোমবার নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ব্রিটিশ হেভিওয়েট বক্সার অ্যান্থনি জসুয়া। সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের গাড়িতে ছিলেন তার ঘনিষ্ঠ দুই বন্ধু। দুর্ঘটনায় মারা যান তারা, তবে বেঁচে ফিরেছেন ব্রিটিশ এ হেভিওয়েট বক্সার। জসুয়ার দুই বন্ধু তার দলেরও সদস্য ছিলেন।
নাইজেরিয়ার ওগুন রাজ্যের পুলিশ কমিশনার ল্যানরে ওগুনলোও জানিয়েছেন, সকাল ১১টার দিকে লাগোস-ইবাদান এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির সাথে তার গাড়ির ধাক্কা লাগে। পরবর্তীতে সাবেক বক্সিং চ্যাম্পিয়নকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জসুয়ার গাড়ির চালকও আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রাণ হারান তার দুই বন্ধু।
জসুয়ার একজন সরকারী মুখপাত্র বলেছেন, ‘আজ ভোরে নাইজেরিয়ার লাগোসে এক সড়ক দুর্ঘটনায় সিনা ঘামি এবং কেভিন লতিফ আয়োডেলের (জসুয়ার দুই বন্ধু) মৃত্যুর খবর গভীর দুঃখের সাথে নিশ্চিত করছি।’
‘দুজনেই অ্যান্থনির ঘনিষ্ঠ বন্ধু এবং দলের অবিচ্ছেদ্য সদস্য ছিলেন। অ্যান্থনি দুর্ঘটনায় আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন এবং পর্যবেক্ষণের জন্য সেখানেই থাকবেন।’

কেভিন আয়োডেল জসুয়ার প্রশিক্ষক ছিলেন। এবং সিনা ঘামি কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছিলেন।
ওগুন পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জসুয়াকে বহনকারী গাড়িটি, একটি লেক্সাস এসইউভি ছিল। গাড়ির পিছনে বসে থাকা জসুয়া সামান্য আহত হন এবং অন্য একজন আহত ব্যক্তির সাথে চিকিৎসা নিচ্ছেন। দুঃখজনকভাবে, গাড়িতে থাকা আরও দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের সাগামুর লিভওয়েল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৩৬ বর্ষী এ বক্সার ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রিটেনের হয়ে স্বর্ণপদক জিতেন। ২০ ডিসেম্বর নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত একটি বক্সিং ম্যাচের ষষ্ঠ রাউন্ডে ইউটিউবার জ্যাক পলকে নকআউট করেন তিনি। কথা ছিল খেলা থেকে ১৫ মাস বিরতির শেষে আগামী বছর তিনি আরেক সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরির সাথে লড়াই করবেন। ৩৩টি রিং ফাইটে ৪ হারের বিপরীতে ২৯টি জয় আছে, যার মধ্যে ২৬টি নক আউট করে জিতেছেন জসুয়া।









