৭ ঘণ্টা কারফিউ শিথিল করে অফিস-আদালত খোলার দ্বিতীয় দিনেও রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যান চলাচল। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় কোথাও কোথাও তীব্র হয়েছে যানজটও। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় এমন চিত্র। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।
গতকাল থেকে সীমিত পরিসরে দূরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন কারফিউর কারণে ঢাকায় আটকে পড়া যাত্রীরা।
এদিকে, দোকানপাট ও বিপণিবিতানগুলোতে নেই ক্রেতাদের ভীড়। কারফিউ শিথিলের সময়ে বিভিন্ন দোকানপাট খুললেও ক্রেতাদের ভীড় একেবারেই কম।









