ভারতের বেঙ্গালুরুতে ভারী বর্ষণের কারণে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় বেশি ভাগ এলাকা ডুবে যাওয়ায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। আগামী করেক দিন বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তর।
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টি না হলেও সারাদিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। এমন পরিস্থিতিতে শহর জুড়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেঙ্গালুরুতে ৫২টি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। ১৪২টি বাড়িতে পানি ঢুকে পড়েছে। ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে শহর জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এই যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন, সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘন্টায়, বেঙ্গালুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ৩ দশমিক ৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বেঙ্গালুরু ছাড়াও, কর্ণাটকের অন্যান্য অনেক জেলা যেমন বেঙ্গালুরু গ্রামীণ, মান্ডা, মহীশূর, কোলার, চিক্কাবাল্লাপুর, রামানাগাড়া, হাসান, চামরাজানগর এবং কোডাগুতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এর পাশাপাশি, উডুপি, দক্ষিণ কন্নড় এবং উত্তর কন্নড়ের মতো উপকূলীয় জেলাগুলিতে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে সক্রিয় রয়েছে, যখন উপকূলীয় কর্ণাটকে স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বর্ষা দুর্বল রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবহাওয়া অস্থিতিশীল হয়ে পড়ছে, যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









