চলতি সপ্তাহে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মৌসুমি প্রভাবের কারণে কয়েক দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী, নোয়াখালী ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে সংস্থাটি।
একই সময়ে কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছুকিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ও আছে।তাই এসব জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।









