দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল অবস্থায় থাকায় আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস জানানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। ফেনীতে মঙ্গলবার দিনভর অতি ভারী বৃষ্টি অব্যাহত ছিল। বুধবার সকালের পর থেকে বৃষ্টি কিছুটা কমে ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিতে পরিণত হয়।
এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজস্রহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ও ভূমিধসের সতর্কতা জানানো হয়েছে।









