রাজধানীতে ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা।
বুধবার (১ অক্টোবর) ভোররাত থেকেই শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে রাজধানীর পল্লবী, কালশী, ধানমণ্ডি, লালমাটিয়া, তেজগাঁও, কারওয়ান বাজারসহ বেশকিছু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সরকারি ছুটির দিন হলেও রাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে ভোর থেকেই। জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানিতে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে আটকে পড়ার ঘটনাও ঘটেছে। ফলে রিকশা, বাসসহ অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে থেকে যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে।
পানি জমে থাকায় পথচারীদের অনেককে হেঁটে বা ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। কেউ কেউ দীর্ঘ সময় জ্যামে আটকে থাকার কথাও বলেছেন।
অনেকের অভিযোগ, বৃষ্টি হলেই রাজধানীতে বেড়ে যায় উবার ও সিএনজিভাড়া। রিকশা ভাড়াও স্থান কাল পাত্র ভেদে বেড়ে দাঁড়ায় দ্বিগুণ-তিনগুণ। বৃষ্টির সুযোগে জিম্মি করে ভাড়া আদায় করেন চালকরা।
এদিকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।









