Advertisements
প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। এখনো বিদ্যুত বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় কমপক্ষে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। রিমালের তাণ্ডবে এ নিয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।








