বামন গ্রহ নামে পরিচিত প্লুটোর উপরিভাগে সম্প্রতি হৃদয় আকৃতির হিমবাহ ক্যাপচার করেছে নাসার নিউ হরাইজনস মহাকাশযান।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা গতকাল রোববার ইনস্টাগ্রামে তাদের নিউ হরাইজনস মহাকাশযান থেকে নেওয়া একটি ছবি শেয়ার করেছে।
ছবিটিতে প্লুটোর পৃষ্ঠদেশে একটি হৃদয় আকৃতির হিমবাহ দেখা যায়। হৃদয় আকৃতির অঞ্চলটিকে ‘টম্বো রিজিও’ বলা হচ্ছে। এটি নাইট্রোজেন এবং মিথেন দিয়ে তৈরি একটি অঞ্চল।
ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘অনুপস্থিতি হৃদয়কে অনুরাগী করে তোলে। আমাদের নিউ হরাইজনস মহাকাশযান এই হৃদয় আকৃতির হিমবাহকে ক্যাপচার করেছে। এটি প্লুটোর পৃষ্ঠে অবস্থিত। যেখানে পাহাড়, ক্লিফ, উপত্যকা, গর্ত এবং সমতল ভূমি রয়েছে, যা মিথেন এবং নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।’
দীর্ঘদিন ধরেই প্লুটো সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছিল, তবে ২০০৬ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়। একই সালে গ্রহটিকে বামন গ্রহ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর মর্যাদা গ্রহ থেকে বামন গ্রহে নামিয়ে এনেছে। কারণ এটি একটি পূর্ণ আকারের গ্রহকে সংজ্ঞায়িত করার জন্য প্রয়োজনীয় মানদণ্ডগুলো পূরণ করেনা।








