দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর কথা শুনেছি।
তিনি আজ রোববার ২৬ মে সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। এটি কয়েক ঘণ্টা ধরে উপকূলজুড়ে তাণ্ডব চালাবে। পুরো ক্ষয়ক্ষতির চিত্র পেতে কিছুটা সময় লাগবে।
এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. শরীফুল ইসলাম (২৪)। রোববার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।









