রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার পাশাপাশি কোনও অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে সেই নির্দেশনাও দেন।
সচেতনতা বাড়ানো এবং উপজেলা পর্যন্ত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ পরিস্থিতি জানতে শনিবার (২২ জুন) সকালে সারা দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সারাদেশে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সাপের অ্যান্টিভেনম মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সম্প্রতি দেশে বিষধর সাপ রাসেলস ভাইপার এর উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।
অন্যদিকে সবাইকে সতর্কভাবে ক্ষেত-খামারে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাে। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের প্রাণ বাঁচাতে সময়মত অ্যান্টিভেনম দেওয়া জরুরি। সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের মাঠে কাজের সময় বুট পড়া, হাতে লাঠি রাখা, রাতের বেলায় টর্চ ব্যবহার করতে হবে বলেও জানান তারা।









