পিএফএএস বা পিফাস রাসায়নিককে বলা হয় ‘চিরকালের রাসায়নিক’। এটি দীর্ঘ সময় পরিবেশে স্থায়ী হয়। একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসলে ক্যান্সারসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (এসডো) ও আন্তর্জাতিক দূষণকারী নির্মূল নেটওয়ার্ক (আইপেন)-এর এক যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন। জনগণের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য পোশাকশিল্পের সাথে জড়িত নিয়ন্ত্রণ সংস্থাসমূহকে পিফাস দূষণ নির্মূল ও হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।








