দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তার স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিচারিক আদালত জ্ঞাত-আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এ রায় দেন।
সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছে আদালত।
আসামীদের জ্ঞাত আয় বর্হিভূত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।
উল্লেখ্য, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।









