কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ি, ডাকাতি ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিককে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও ডাকাতদলের প্রধান। তার নেতৃত্বে টেকনাফের পাহাড়ী এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বাহিনীটির সদস্যরা মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে রয়েছে। আটক রফিকের বিরুদ্ধে এসব অভিযোগে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় লোকজন অবস্থানের খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ৭/৮ জন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহীন পাহাড়ী এলাকার দিকে পালিয়ে যায়। পরে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়।
ওসি বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ রফিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।









