রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টে আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় জমির মালিকের ছেলে, দীপ্ত টেলিভিশনের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এ ঘটনায় বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজের কর্ণধার শেখ রবিউল আলম রবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুনের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।








