রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শুক্রবার দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ। একই মাঠে ম্যাচ গড়ালেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে বেশ। সে কারণে পিচের কন্ডিশন অনুযায়ী পরিবর্তন আসতে পারে একাদশেও। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন এমন।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়। আগেরদিন সংবাদ সম্মেলনে টাইগারদের লঙ্কান কোচ জানিয়েছেন দলের আত্মবিশ্বাসের কথা। সঙ্গে বলেছেন, কন্ডিশন বুঝে একাদশে পরিবর্তনও আসতে পারে।
‘আত্মবিশ্বাস অনেক উঁচুতে সবার। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা পার্থক্য আছে আগের ম্যাচ থেকে।’
‘আমরা সবসময়ই আক্রমণাত্মক খেলতে চেষ্টা করি। কন্ডিশনের উপর নির্ভর করে কৌশল পরিবর্তন হয়ে থাকে। আমরা আমাদের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি। প্রতিপক্ষেরটাও জানা আছে ভালোভাবে। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে।’









