আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ করে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুধবার দুপুরে ফিরেছেন ঢাকায়।
এশিয়া কাপের আগে মিরপুরে চলছে জাতীয় দলের স্কিল ক্যাম্প। বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংয়ের অধীনে ক্যাম্প চলবে আরও তিন সপ্তাহ।
বাংলাদেশ ক্রিকেটে চলছে চাপা অস্থিরতা। গত কয়েকদিনে দেশের ক্রিকেটে ঝড়ই বয়ে গেছে। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরপর ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল দলের আগে প্রাথমিক দলও ঘোষণা করতে পারেনি। অধিনায়ক চূড়ান্ত না হওয়ায় থমকে আছে সবকিছু।
শর্ট লিস্টে থাকা সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে নাজমুল হাসান পাপন কথা বলবেন। ১২ আগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে ওয়ানডে অধিনায়ক। তার আগে কোচ হাথুরুসিংহের সঙ্গেও কথা বলতে পারেন বিসিবি সভাপতি।







