বিশ্বকাপজুড়ে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের ফর্মহীনতা দলকে কতটা ভুগিয়েছে, এ বিষয়ে তাসকিনকে জিজ্ঞেস করা হলে রাখঢাক না রেখে উত্তর দিয়েছেন এ পেসার। তার কথা, ‘দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব পড়েছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। ৪৭ দিন একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সব ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।’








