বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে জিতলেও হেরেছে দুটিতে। গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুুপুর আড়াইটায় ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে একাদশে বাড়তি একজন বোলার নিয়ে মাঠে নামতে পারে সাকিব আল হাসানের দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইঙ্গিত দিয়েছেন এমনটাই।
বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচের দুটিতে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডারসহ একাদশে বোলার ছিল ৫ জন। দলে ছিল না বাড়তি কোনো ভালো বোলার। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বোলিংয়ের প্রভাব বৃদ্ধির জন্য একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ। খেলানো হতে পারে বাড়তি বোলারকে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের কিছুটা ভিন্ন পরিকল্পনা আছে। উইকেট এবং প্রতিপক্ষ অনুযায়ী আমরা সম্ভাবত ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামব।’
‘এ ধরণের উইকেটে আদর্শ সমন্বয় করতে আমাদের একজন বাড়তি বোলার প্রয়োজন হবে। কারণ উইকেট বেশ ভালো হবে এবং ভারতের বেশ শক্ত ব্যাটিং লাইনআপ রয়েছে। সে বিবেচনা থেকেই আমরা এমন চিন্তা করছি।’
বল হাতে আগের তিনটি ম্যাচেই হতাশ করেছে টাইগার পেসাররা। তবে পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরুসিংহে। এমনকি ভারত ম্যাচে পেসারদের ওপরই ভরসা রাখছেন বেশ। বলেছেন, ‘কন্ডিশন এবং উইকেট অনুযায়ী বাংলাদেশের পেস বোলিং ইউনিট কাল (ভারত ম্যাচে) মূল অস্ত্র হতে পারে। তারা পূর্বেও বেশ ভালো করেছে। গত তিন ম্যাচেও তারা ভালো করেছে, কিন্তু তা তাদের জন্য সন্তোষজনক নয়। তাদের আরও ভালো করার ক্ষমতা আছে।’









