অভিষেক টেস্টে জাসপ্রীত বুমরাহকে অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে আলোচনায় এসেছিলেন স্যাম কনস্টাস। বছরের শুরুতে হয়ে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির অন্যতম চমক ছিলেন তরুণ অজি ওপেনার। সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন। আগামী বছরের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৫-২৬ মৌসুমের জন্য ২৩ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। যেখানে কনস্টাসসহ আছেন নতুন তিন মুখ। অপর দুজন ম্যাথু কুহনেম্যান ও বিউ ওয়েবস্টার।
ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে আলো ছড়িয়েছিলেন কনস্টাস। তার আক্রমণাত্মক ৬০ রানের ইনিংস ঘুরিয়ে দিয়েছিল সিরিজের গতিপথ। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহকে একের পর এক চার-ছক্কা মেরেছিলেন ১৯ বর্ষী তারকা। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যারা: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।









