জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সেইফ হাউস নামে একটি কক্ষে রেখে জুলাই আন্দোলন থেকে সরে আসতে ডিজিএফআই বারবার চাপ দেওয়ার পাশাপাশি তাদের নির্যাতন করেছিলো। এজন্য শেখ হাসিনাসহ দায়ি ব্যক্তিদের বিচার চেয়েছেন তিনি। আর ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৪ই ডিসেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১।








