বিপর্যয়ে পড়ার পর বড় ইনিংস খেলে দলকে টেনে তোলার দৃশ্য বাংলাদেশে খুব কমই দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে কাজটি করে দেখালেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শুরুটা মিরাজ করলেও শেষটা নিজের করে নেন লিটন, সেখানে সঙ্গ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। সেঞ্চুরির পর তাদের কৃতিত্ব দিতে ভুললেন না ডানহাতি তারকা ব্যাটার।
দিনের খেলার পর সংবাদ সম্মেলনে লিটন স্মরণ করেছেন মিরাজ ও হাসানকে। তারাই কাজটি সহজ করে দিয়েছেন, বলেছেন এমন- ‘আমি সাকিব ভাইয়ের সাথে শুরু করি, তিনি দ্রুতই আউট হয়ে গেলে আমি আর মিরাজ ক্রিজে দুজনই নতুন ছিলাম। একটা আলোচনা চলছিল খেলাটা কতখানি লম্বা টানা যায়, কারণ তারা খুবই ভালো বল করছিল।’
‘নতুন বল সবসময় চ্যালেঞ্জিং এবং তারা ভালো একটি মোমেন্টামের মধ্যে ছিল। আমাদের মধ্যে আলোচনা চলছিল কীভাবে আমরা মোমেন্টাম নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্য কৃতিত্ব মিরাজের, আমার হাতে লাগার কারণে খুব একটা শট খেলতে পারছিলাম না। কিন্তু মিরাজ চার-পাঁচটা ভালো শট খেলে তাদের অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। মিরাজের প্রথম দিকের পাঁচ-ছয়টা শট খেলার ছন্দ তৈরি করেছে।’
হাসান মাহমুদের সঙ্গে জুটি নিয়ে লিটন বললেন, ‘হাসান যখন ক্রিজে আসে, আমি পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গিয়েছিলাম। কারণ আমার বেলায় সব ফিল্ডারই বাইরে, সুযোগই ছিল না ওখান থেকে বাউন্ডারি বা কোনকিছু বের করা। কৃতিত্ব হাসানের, কারণ সে আমাকে অনেক সময় ধরে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে। হাসানের সাথে আমাদের আলোচনা ছিল এক রান, দুই রান করে আমাদের এগোতে হবে। যতক্ষণ আগাবে আমাদের উপর লিডের পরিমাণ কমতে থাকবে।’









