দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৫ রানের। এদিন টেস্টে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার নিয়েছেন পাঁচ উইকেট।
রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের শেষ বিকেলে খেলা হয় মাত্র ৩.৪ ওভার। দুই ওভার বল করে হাসান ফেরান পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক ও ‘নাইটওয়াচম্যান’ খুররাম শেহজাদকে। চতুর্থ দিনে নিয়েছেন আরও ৩ উইকেট।
চতুর্থ দিনে সকালের সেশনে কোনো উইকেটের দেখা পাননি হাসান। সেসময় জ্বলে উঠেছিলেন আরেক পেসার নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্রমণে ফেরান হাসানকে। সেসময় উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘার রানের গতি কমিয়ে আনেন তিনি।
পরে ৪৩ রানে থাকা রিজওয়ানকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান। সপ্তম উইকেটে ৫০ রানের বেশি হয়ে যাওয়া জুটি ভাঙেন। পরের বলে মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন হাসান। বাংলাদেশকে ম্যাচে ফেরান তাতে। শেষে মীর হামজাকে ফিরিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে পৌঁছান টাইগার গতিতারকা।
এর আগে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৬৫ রানে ৪ উইকেট। এদিন ১০.৪ ওভার বল করে একটি মেডেন দিয়ে ৪৩ রানে ৫ উইকেট শিকার করেছেন ২৪ বর্ষী তরুণ পেসার।









