সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রচার সচিব, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনুসারীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু দেশটা যেহেতু সবার, একসাথেই দেশ গঠনে সকলের এগিয়ে আসা উচিৎ। হিংসা, বিদ্বেষ মুক্ত বাংলাদেশ গঠন হোক এইটাই আমাদের প্রত্যাশা।
তিনি সবাইকে ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা ভুলে দেশের স্বার্থে এক হওয়ার আহ্বান জানান।
জিয়ারতের সময় হাসান আযহারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।









