সময়টা যেন ভালোই যাচ্ছে না ভারতীয় তারকাদের। একের পর এক তারকাদের মৃত্যুর খবরে যেন ভারাক্রান্ত ইন্ডাস্ট্রি। এবার হামলার শিকার দেশটির হরিয়ানার র্যাপার ফাজিলপুরিয়া। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগ্রামের উপকণ্ঠে বাদশাহপুরের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারীরা ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার গা ঘেঁষে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি।
এদিকে প্রাথমিকভাবে পুলিশের আন্দাজ, এই র্যাপার-ইউটিউবার এলভিশ যাদবের বন্ধু। সাপের বিষ এবং সাপ ব্যবহারের মামলায় তিনিও জড়িত। সম্ভবত এই কারণেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে।
জানা গেছে, ফাজিলপুরিয়ার পুরো নাম রাহুল যাদব। ঘটনার সময় গাড়িতে বসেছিলেন তিনি। গাড়ির ভেতরে থাকায় রক্ষা পান গায়ক। স্থানীয়রা জানায়, গায়কের গাড়ি সাদার্ন পেরিফেরাল রোডের দিকে যাওয়ার সময় এই হামলা ঘটে। এলোপাথাড়ি গুলি চালিয়েই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হরিয়ানভি এবং পাঞ্জাবি গানে জনপ্রিয় মুখ ফাজিলপুরিয়া। তার উত্থান ২০১৪ সালে। সেসময় ‘কাপুর এন্ড সনস’ ছবির ‘লারকি বিউটিফুল কার গায়ি চুল’ গানটি তাকে পরিচিতি এনে দেয়।









