টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেনকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। আলোচনা জোরাল ছিল স্পেনে ভবিষৎ গন্তব্য হতে চলেছে ইংলিশ ফরোয়ার্ডের। এরমাঝেই আগ্রহী তালিকায় যুক্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ ও ইংলিশ জায়ান্টদের পেছনে ফেলে কেনকে কেনার দৌড়ে এগিয়ে এখন জার্মান জায়ান্ট বায়ার্ন।
কেনকে দলে টানতে টটেনহ্যামকে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। দাম পছন্দ না হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে টটেনহ্যাম। এবার অঙ্কটা বাড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটি। ইংল্যান্ড অধিনায়ককে কিনতে ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব করেছে ৮০ মিলিয়ন।
২০০৯ সালে টটেনহ্যামে যোগ দেন কেন। একযুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আছেন। টটেনহ্যামে কেনের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত প্রাপ্তির খাতা শূন্যই বলা চলে। ২০২২-২৩ মৌসুম শেষে চুক্তির মেয়াদ আরও একবছর বাকি থাকার পরও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।
টটনেহ্যাম ছেড়ে প্রিমিয়ার লিগে অন্যকোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা ছিল হ্যারি কেনের। স্বদেশি কোনো ক্লাবে তারকা ফরোয়ার্ডকে বিক্রিতে অনিচ্ছুক টটেনহ্যাম। ফলে ইউনাইটেডে যোগ দেয়ার সম্ভাবনা নেই বলা চলে। অন্যদিকে কাইলিয়ান এমবাপের দিকে রিয়াল মাদ্রিদ মনোযোগী হওয়ায় স্পেনে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।
দৌড়ে এগিয়ে রয়েছে বায়ার্ন। ইংলিশ ফরোয়ার্ডও বায়ার্নে যেতে আগ্রহী। নতুন প্রস্তাবে টটেনহ্যাম রাজী হলে আগামী মৌসুমে বাভারিয়ানদের ডেরায় দেখা মিলতে পারে কেনের।







