১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’র উন্মাদনা বাড়িয়ে দিতে লর্ডসে গিয়েছিলেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিন্যালস ম্যাচের আগে লর্ডসে আনন্দঘন সময় কাটিয়েছেন ২৯ বর্ষী তারকা। টটেনহ্যাম সতীর্থ ম্যাট ডোহার্টির সাথে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে অংশ নিয়ে দর্শকদের বিমোহিত করেছেন।
ম্যাচে ইংলিশদের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগানের লন্ডন স্পিরিটের বিপক্ষে ৫২ রানে হেরেছে বর্তমান অধিনায়ক জস বাটলারের ম্যানচেস্টার অরিজিন্যালস। সেসব ছাপিয়ে শিরোনাম ক্রিকেটের তীর্থভূমি লডর্সে ফুটবলার কেনের আগমন।
লর্ডসে ডোহার্টির সাথে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে বেশ লড়েছেন কেন। যদিও ফুটবলের মতো বাজিমাত করতে পারেননি ক্রিকেটে নেমে। কেনের চেয়ে ভালো পারফর্ম করতে দেখা গেছে ডোহার্টিকে। কেনের নেয়া শট দূরত্ব ও উচ্চতা খুঁজে না পেলেও বিশাল সব শট খেলেছেন ডোহার্টি। এসময় দু’জনেই গায়ে জড়িয়েছিলেন লন্ডন স্পিরিটের জার্সি। কোন দলকে সমর্থন দিচ্ছেন তারকা দুই, স্পষ্ট হয়েছে সেটিও।
ইংল্যান্ড জার্সিতে এপর্যন্ত ৭১ ম্যাচে ৫০ গোল করেছেন কেন। হয়েছেন ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে গোল সংখ্যাটা ১৮৩। খেলছেন টটেনহ্যাম জার্সিতে। ইংল্যান্ডে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান তার। দ্য হান্ড্রেডে কেনের আগমন আয়োজনকে আরও প্রাণবন্ত করবে, সেজন্য তাকে ডেকে আনা।
চলতি মৌসুমের আগে বার্সায় চলে যাওয়া লেভান্ডোভস্কির জায়গায় কেনকে ঘিরে পরিকল্পনা করছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের কোচ জুলিয়ান নাগেলসম্যানের কথায় যা স্পষ্ট।
‘সে খুব দামি। এটাই সমস্যা। সে দুর্দান্ত এক খেলোয়াড়ও। সেরা ফরোয়ার্ডদের একজন। সম্ভবত দুই বা তিনজনের একজন তিনি, যে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন, পাশাপাশি ১০ নম্বরেও। বুন্দেসলিগায় অনেক গোল করতে পারত। তার দাম জানি না, তবে বায়ার্ন মিউনিখের জন্য এটা সত্যিই কঠিন। ভবিষ্যতে কী হয় দেখা যাবে।’







