অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ৩৫ ছক্কা হাঁকিয়ে ১৪১ বলে ৩১৪ রানের দানবীয় ইনিংস খেলেছেন হারজাস সিং। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার তাণ্ডব চালান। পঞ্চাশ ওভারের টুর্নামেন্টটি সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট নামে পরিচিত।
২০ বর্ষী হারজাস রানের খাতা খুলতে পারেননি প্রথম চার বলে। এরপরে যা করে দেখালেন তা অসাধারণ। ফিফটি করেন ৩৩ বলে। সেঞ্চুরি করেন ৭৪ বলে। এরপর ৬৭ বলে তোলেন ২১৪ রান।
ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে তিন নম্বরে ব্যাটে নামেন হারজাস। তার করা ৩১৫ রানের ২৬৬ রানই আসে ছয়-চারের মার থেকে। তার ইনিংস সাজানো ৩৫ ছক্কা ও ১৪ টি চারে। ৫০ ওভারে তার দল ৫ উইকেটে তোলে ৪৮৩ রান।
লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই প্রতিযোগিতাটির। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভারতীয় ব্যাটার নারায়ান জাগাদিসানের। ২০২২ সালে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হারজাসের। ২০০৬ সালে সাদারল্যান্ডের হয়ে ২৫৭ বলে ৩২১ রানের ইনিংস খেলেছিলেন ফিল জ্যাকস। ভিক্টর ট্রাম্পার ১৯০৩ সালে প্যাডিংটনের হয়ে করেছিলেন ২০৫ বলে ৩৩৫। যিনি অস্ট্রেলিয়ার ইতিহাসের একজন সেরা ব্যাটার হিসেবে পরিচিত। দুজনের চেয়ে কম বল খেলে ট্রিপল সেঞ্চুরি করেন হারজাস।
সিডনিতে ২০০৫ সালে ভারতীয় বাবা-মায়ের ঘরে হারজাসের জন্ম। ভারতের চণ্ডীগড় থেকে ২০০০ সালে তারা পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়। হারজাসের ক্রিকেটের যাত্রা শুরু হয়ে আট বছর বয়সে। অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাকে মানেন আইডল হিসেবে। খেলেছেন অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলেও।









