চোটের কারণে দুই মাসের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে হার্দিক পান্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের প্রমাণ দিয়ে অবশেষে ফিরলেন সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি দলে। প্রোটিয়াদের বিপক্ষে কলকাতা টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমন গিল স্কোয়াডে থাকলেও ফিটনেসের ছাড়পত্র পেলে খেলতে পারবেন তিনি।
আগামী ৯ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ ডিসেম্বর চন্ডীগড়ে দ্বিতীয়, ১৪ তারিখ ধর্মশালায় তৃতীয়, ১৭ তারিখ লক্ষ্ণৌতে চতুর্থ এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ মুখোমুখি হবে দুদল।
সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দলে রাখা হয়েছে শুভমন গিলকে। কলকাতায় সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় কাধে চোট পেয়েছিলেন গিল। চোটের তীব্রতায় কলকাতার একটি হাসপাতালে আইসিইউতেও থাকতে হয়েছিল ভারতের টেস্ট ও ওয়ানডের নিয়মিত অধিনায়ককে।
চোট থেকে মুক্তি পেয়ে আপাতত বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চলছে গিলের। সেখান থেকে ছাড়পত্র পেলেই টি-টুয়েন্টিতে খেলতে পারবেন ২৬ বর্ষী ব্যাটার।
গিল ও হার্দিক ফিরলেও বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা রিংকু সিং ও নিতিশ কুমার রেড্ডি।
সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক, ফিটনেস প্রমাণ সাপেক্ষে), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সাঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শ্বদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।









