একের পর এক চোটে পড়ছেন বার্সেলোনার খেলোয়াড়রা। সবশেষ মিডফিল্ডার ফেরমিন লোপেজের পর এবার ছিটকে গেলেন রোনাল্ড আরাউজো। তবে এ অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে বার্সা। চোট কাটিয়ে দলে ফিরছেন পেদ্রি। প্রায় একমাস পর মাঠে ফিরলেও খেলবেন কেবল কয়েক মিনিট।
শনিবার ন্যু ক্যম্পে লা লিগার ম্যাচে নামবে বার্সেলোনা, মুখোমুখি হবে আলাভেসের। শুক্রবার সংবাদ সম্মেলনে পেদ্রির ফেরার বিষয়টি জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক। জার্মান এই কোচ জানান, আরাউজো থাকছেন না দলের সাথে, পাশাপাশি কথা বলেছেন রাফিনহার বিষয়েও।
ফ্লিক বলেছেন, ‘বড় একটি খবর হল পেদ্রির বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হতে চলেছে। অবশ্য সে কয়েক মিনিট পাবে, কিন্তু শুরুর একাদশে থাকবে না।’
অক্টোবরের শেষ দিকে এই চোটে পড়েছিলেন পেদ্রি। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের দুটি এবং লা লিগার তিনটি ম্যাচে।

পেটে ব্যথার কারণে আরাউজো দলের সাথে থাকতে পারছেন না। ফ্লিক বলেন, ‘এটা ফুটবল এবং এই জিনিসগুলি ঘটেই।’
রাফিনহার বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করেন কোচ, ‘সে প্রশিক্ষণে তীব্র এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। সে দলের সবচেয়ে মনোযোগী খেলোয়াড়দের মধ্যে একজন এবং আমি তাকে মিস করেছি। সে সত্যিই আমাদের দর্শনের সাথে খাপ খায়। আমাদের খেলার উপর তার খুব ইতিবাচক প্রভাব রয়েছে।’
তবে বার্সেলোনার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নন কোচ ফ্লিক। এল ক্ল্যাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে হেরেছে দলটি। ফ্লিক বলেছেন, ‘আমরা সবাই হতাশ। তবে আলাভেসের বিপক্ষে খেলা নিয়ে আপনাদের আশাবাদী থাকতে হবে। তিন পয়েন্ট অর্জন ছাড়া অন্য কিছু করার থাকবে না।’









