প্রায় ৯ বছর নির্বাচক হিসেবে বিসিবিতে দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগ দিতে গত ফেব্রুয়ারিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কয়েক মাসের মধ্যেই আবার বিসিবিতে ফিরলেন হান্নান। এবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় হান্নান সরকার জানিয়েছেন এই খবর। বলেছেন, ‘দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছি, তবে কোচিংয়ের প্রতি আলাদা একটা টান সবসময়ই ছিল। এবার সেই সুযোগটা পেয়ে আমি রোমাঞ্চিত। নিজের সর্বোচ্চটা দিয়ে তরুণদের গড়ে তুলতে চাই।’
‘আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।’- যোগ করেন তিনি।
২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে বিসিবিতে নির্বাচক হিসেবে যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। এরপর ৮ বছর ৮ মাস ধরে দায়িত্ব পালন করেন। গতবছর মার্চে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান। একবছর পূর্ণ হতেই সেই চাকরি ছাড়েন তিনি। পরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ৪২ বর্ষী সাবেক ক্রিকেটার। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার ক্রিকেটের সফলতম ক্লাবটি।









