প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশ-এর আমন্ত্রণে তিনি ঢাকায় আসতে চলেছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
তবে পাকিস্তানি নায়িকার আগমনের সঠিক তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে তারা।
হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এবার তিনি আসছেন ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা প্রচারের অংশ হিসেবে। এ উপলক্ষে ঢাকায় একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি-এর অফিশিয়াল ফেসবুক পেজে হানিয়ার একটি ভিডিও বার্তাও শেয়ার করা হয়। সেখানে হানিয়াকে বলতে শোনা যায়, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। জানেন কী? আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। খুব শিগগিরই দেখা হবে!”
একই ভিডিও হানিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন।
২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়া আমিরের। এরপর এক দশকের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। বেশ কয়েকটি নাটকও তার ভীষণ দর্শকপ্রিয়তা পায়। যার মধ্যে রয়েছে মেরে হুমসফর, দিলরুবা, আনা, এবং কভি ম্যায় কভি তুম।
এছাড়া চলতি বছরে তিনি বলিউডের সিনেমাতেও অভিষিক্ত হয়েছেন। দিলজিতের বিপরীতে ‘সর্দারজি ৩’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটির মুক্তি নিয়ে যদিও ভারতে তুমুল হট্টগোল তৈরী হয়। তবে এই সিনেমাটি পাকিস্তানেও প্রশংসিত হয়েছে।









