কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।
অন্যদিকে ফাইরুজ অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, ময়নাতদন্ত শেষে জোহরের নামাজের পর কুমিল্লা সরকারি কলেজে অবন্তিকার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
শুক্রবার রাতে কুমিল্লার বাগিচা গাওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও এক সহপাঠীকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পর থেকেই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরেও কুমিল্লার পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।







