বাংলাদেশ জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা মিডফিল্ডার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে গেছেন। এ মৌসুমের জন্য মিডফিল্ডে শক্তি বাড়াতে তাকে ধারে নিয়েছে দলটি। মৌসুম শেষে চাইলে তার সাথে স্থায়ী চুক্তিও করতে পারবে শেফিল্ড।
শেফিল্ডের ম্যানেজার ক্রিস উইল্ডারের সাথে আগেও কাজ করেছেন হাজমা। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডের হয়ে ধারে খেলতে গিয়েছিলেন ২৭ বর্ষী তারকা। তখন ওয়াটফোর্ডের ম্যানেজার ছিলেন উইল্ডার। শনিবার কাউন্টি ডার্বিতে তার অভিষেক হতে পারে।
হামজা নতুন ক্লাবে গিয়ে বলেছেন, ‘বেশ কয়েক সপ্তাহ হল এভাবে যাচ্ছে এবং এখানে এসে আমি খুশি। দেখেছি দলের কী অবস্থা এবং তাদের সাহায্য করতে চাই। উইল্ডারের সাথে আমার কয়েকমাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেটা অল্প সময়ের হলেও উপভোগ করেছিলাম। সুতরাং যখন সে ডেকেছিল, একটাই উত্তর ছিল আমার কাছে।’









