এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। সেটা ছিল ভারতের মাটিতে, দেশের মাটিতে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে হামজার। দেশের মাটিতে নামতে চলেছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা।
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ দিয়ে দেশের মাটিতে নামতে চলেছেন হামজা। সেজন্য সোমবার সকালে ঢাকার মাটিতে পা রেখেছেন ২৭ বর্ষী তারকা মিডফিল্ডার। ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তাও দিয়েছেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ভক্তদের উদ্দেশ্যে হামজা বলছেন, ‘হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকল সমর্থক, মিডিয়াকর্মী, সাংবাদিকসহ আমাকে আবারও স্বাগতম জানাতে আসা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত দলের অংশ হতে হবে গর্বিত। ইনশাআল্লাহ, আমরা সফল হবো। আশা করি সবাই আমাদেরকে সমর্থন করবেন।’
বাংলাদেশ দলকে শক্তিশালী করতে আরও যোগ দিয়েছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও আসছেন কানাডিয়ান বংশোদ্ভূত সামিত সোম। ফাহমিদুল ইতিমধ্যে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও সামিতের আসার কথা রয়েছে ভুটানের বিপক্ষে ৪ জুনের ম্যাচের দিনে।
২৮ মে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগেরবার বাদ পড়া ফাহমিদুলসহ নতুন করে দলে জায়গা করে নেন কানাডিয়ান লিগে খেলা সামিত।









