চলতি মাসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে নেপালের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে জামাল ভূঁইয়ার দল। ম্যাচ দুটি সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই জাতীয় স্টেডিয়ামে গড়াবে রাত ৮ টায়।
গত ৩০ অক্টোবর আবাসিক ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ দল। পরদিন থেকে বুধবার পর্যন্ত পাঁচদিন অনুশীলন করেছে জামায় ভূঁইয়ারা। কোচ হাভিয়ের ক্যাবরেরা যমজ সন্তানের বাবা হয়ে মঙ্গলবার বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রিদয়, হামজা চৌধুরী, সামিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, সাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।









