লাল-সবুজ জার্সিতে খেলার পথে আরও একধাপ এগোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লেস্টার সিটি তারকাকে পেতে ইতিমধ্যে ফিফাতেও আবেদন করেছে বাফুফে। অনুমোদন পেলে আসছে নভেম্বরেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন ২৬ বর্ষী লেফটব্যাক।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার চ্যানেল আই অনলাইনকে জানালেন এমনই। বলেছেন, ‘এফএ থেকে আমরা একটি অনাপত্তি পেয়েছি, যেটা দিয়ে আমরা ফিফাতে আবেদন করেছি হামজার জন্য। যদি তার কোনো অতিরিক্ত পেপার দরকার থাকে আমাদের বলবে, যদি না লাগে আমরা তখন ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অনুমোদনের জন্য পাঠাবো। সেখানে যদি অনুমোদন হয়ে যায় তাহলে হামজা বাংলাদেশের হয়ে খেলবে।’
নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজার খেলার বিষয়টি মূলত ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আলোচনার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে এক সপ্তাহ কিংবা একমাসও অপেক্ষা করতে হতে পারে, জানালেন ইমরান।
হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়ার প্রথমধাপ ছিল তার বাংলাদেশি পাসপোর্ট করানো। জুনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। গত ২৩ আগস্ট পাসপোর্ট হাতে পান ২৬ বর্ষী তারকা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছিল বাফুফে। সেখানেও অনুমোদন মিলেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়ার পর তার ক্লাব লেস্টার সিটির অনুমতির প্রয়োজন হবে। দ্রুতই সেসব প্রক্রিয়া সম্পন্ন করবে বাফুফে।









