বাংলাদেশ জাতীয় ফুটবলের দলে ক্যাম্পে মঙ্গলবার যোগ দিয়েছেন হামজা চৌধুরী। বুধবার দলের সংবাদ সম্মেলনেও ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলা হামজা প্রথমবার দলের সঙ্গেও অনুশীলন করলেন।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। ম্যাচ সামনে রেখে বুধবার কিংস অ্যারেনায় দলের সঙ্গে অনুশীলন করেন হামজা।
হামজার প্রথম অনুশীলন সেশন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বেশ সচেষ্ট ছিল। বাফুফে অধিভুক্ত ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থাকে হামজার অনুশীলন দেখার জন্য আমন্ত্রিত টিকিট দিয়েছিল। সেই টিকিটে অনেকে এসেছেন। গণমাধ্যমের আগ্রহও ছিল তুঙ্গে। যদিও পুরো অনুশীলন সময় মিডিয়াকে দেখতে দেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বৃহস্পতিবার সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কলকাতা থেকে আরেক ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবেন হামজা-জামালরা। ২৫ মার্চ ম্যাচের আগে ২১-২৪ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ।









