বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবারের ভারত যাত্রা একটু অন্যরকম। অন্যবার আগ্রহ একরকম থাকলেও ইংলিশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর কারণে এবার আগ্রহ তুঙ্গে। বলা যেতে পারে উদ্ধার আশার হামজাতে চেপে ভারত বধের পথে রওনা হয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ভারতের পথে রওনা হয়েছেন জামাল-তপু-তারিক কাজীরা। প্রথমে যাবেন কলকাতায়, সেখান থেকে ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবেন। অন্যবারের তুলনায় বিমানবন্দরে সমর্থকদের ভিড় চোখে পড়ার মতোই ছিল।
জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন খেলোয়াড়। ভারতে যাওয়ার আগে বাদ পড়েছেন ৩ জন। আন্তর্জাতিক নিয়ম অনুসারে স্কোয়াডে সংখ্যা রাখতে তিনজন ছাঁটাই। তারা হলেন- পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন এবং আরিফ।
ভারতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আশারবাণী শুনিয়ে গেছেন। ভারতকে হারানোর মনোভাব প্রবল জামালদের মধ্যে। ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর ফেরা নিয়েও জামাল বলেছেন, সে ভালো খেলোয়াড় তবে আমাদের প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে।
২৫ মার্চ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে তিন দিন অনুশীলন করার সময় পাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা হবে শিলংয়ে।









