বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার লেস্টার সিটির হয়ে খেলা ২৭ বর্ষী এ মিডফিল্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর দুয়ার খুলল প্রতিভাবান ফুটবলারের।
হামজার জাতীয় দলে যোগ হওয়া নিয়ে উচ্ছ্বসিত বাফুফে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’
বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হওয়ার বিষয়ে ইপিএলের দল লেস্টার সিটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, ‘হামজা চৌধুরী আজ বাংলাদেশের প্রতি তার জাতীয় আনুগত্য প্রকাশ করেছেন।’
হামজা ইংল্যান্ডের যুব দল, লেস্টার সিটি ও ওয়াটফোর্ড এফসিতে খেলেছেন।









