Advertisements
দখলকৃত গাজা থেকে ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্ব শেষ হলেই কেবল অস্ত্র সমর্পণ করবে হামাস। শনিবার (৬ ডিসেম্বর) এএফপি হামাসের প্রধান আলোচক এবং গাজা প্রধান খলিল আল-হাই য়াকে উদ্ধৃত করে এ সংবাদ প্রকাশ করে। সংবাদে আরও বলা হয় খলিল আল-হাইয়া বলেছেন, ‘আমাদের অস্ত্র, ইসরায়েলি দখলদারিত্ব এবং আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে জড়িত। যদি দখলদারিত্ব শেষ হয়, তাহলে এই অস্ত্রগুলো রাষ্ট্রের কর্তৃত্বের অধীনে রাখা হবে।’








