মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার শর্ত মেনে ইসরাইলের জীবিত ২০ জিম্মিকে দুই ধাপে মুক্তি দিয়েছে হামাস। গাজা যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যোগ দেওয়ার আগে ইসরাইলে যান ট্রাম্প। স্থানীয় সময় বেলা ২টায় ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভাষণে তিনি বলেন এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছেছে ইসরাইল ও গাজা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের কারাগারে বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস ইতোমধ্যে গাজায় পৌঁছেছে।








