ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে আলোচনার জন্যে তুরস্কে পৌঁছেছেন।
শনিবার ২০ এপ্রিল আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হামাসের এক বিবৃতিতে ইসমাইল হানিয়ার তুরস্ক পৌঁছার বিষয়টি নিশ্চিত হয়।
গত বুধবার এরদোগান জোর দিয়ে বলেছিলেন, ‘ফিলিস্তিনি সংগ্রামকে রক্ষা করতে এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে’ তিনি কাজ চালিয়ে যাবেন। তবে শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান হামাস নেতার সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার কাতারে অবস্থানকালে বলেছিলেন, হানিয়া এবং তার সহযোগীদের সাথে তিনি বৈঠক করেছেন। ‘বিশেষ করে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে বিস্তৃত মতামত বিনিময়ের জন্য’ অন্তত তিন ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধবন্ধের আলোচনা ‘স্থবির’ হয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।









