কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেওয়ার মাধ্যমে বন্ধ থাকবে গাজা যুদ্ধ। তবে ইসরায়েল এ বিষয়ে তাদের অবস্থান এখনও পরিষ্কার করেনি।
মঙ্গলবার (৭ মে) বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক নেতা বলেন, ‘বল এখন ইসরায়েলের কোর্টে।’ অর্থ্যাৎ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ায় এখন সিদ্ধান্ত ইসরায়েলের কাছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক চাহিদা থেকে অনেক দূরে, তবে আলোচনা অব্যাহত থাকবে।
এর আগে রাফাহ শহর খালি করার জন্য সতর্ক করার পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। দক্ষিণের এই শহরটিতে দীর্ঘসময় ধরে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল।
এই হামলায় কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গতকাল সোমবার অনেককে যানবাহন ও গাধার গাড়িতে উঠতে দেখা গেছে।
যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হলো যুদ্ধে এক সপ্তাহের বিরতি এবং হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া।
সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতিতে জানায়, তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে ‘যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের প্রস্তাবের অনুমোদন’ সম্পর্কে অবহিত করেছেন।









