Site icon চ্যানেল আই অনলাইন

স্বপ্নেও যা ভাবেননি, বাস্তবেই তা দেখলেন হালান্ড

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এক বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হালান্ড। ইংলিশ ক্লাবটির হয়ে নিজের প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলেই করেছেন ৫২ গোল। সিটির ট্রেবল জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২২ বর্ষী ফুটবলারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর মাঝেই স্মরণ করেছেন নিজের অতীত। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের পর বললেন, ‘এটা অবিশ্বাস্য। স্বপ্নেও আমি কখনো এমনটা ভাববো না।’

‘নরওয়ের একটি ছোট শহরের একজন মানুষের পক্ষে এমন অর্জন সম্ভব তা প্রমাণিত। এটা আমার শহরের ইনডোর হলের অল্পবয়সী মানুষদের আশাবাদী করে। এখানে (ইস্তাম্বুলে) আমার বাবা এবং মায়ের থাকাটা চমৎকার ব্যাপার। আমি ভীষণ খুশি। কয়েকদিন পর যখন এই ট্রফি জয়ের অনুভূতি কিছুটা স্থির হয়ে যাবে, তখন আমি নিশ্চিতভাবে আবার উদযাপন করতে চাই।’

চ্যাম্পিয়ন্স লিগের সদ্য শেষ হওয়া আসরে ১২ গোল পাওয়া হালান্ড এখনো নিজের খেলায় উন্নতি করার দিকে জোর দিচ্ছেন। ফাইনালে গোল না পাওয়ার আক্ষেপ খানিকটা হলেও তার কণ্ঠে ঝরেছে। যদিও ট্রফি জয়ের আনন্দকেই দিচ্ছেন প্রাধান্য।

‘একটা ভালো দিনে আমি দুটি গোল করতে পারতাম। কিন্তু আমি এখন সেটাকে পাত্তা দিচ্ছি না। ফাইনালে জয় একটাই। একটা দল হিসেবে ট্রফি জেতার জন্য পারফর্ম করাই আসল।’

পেপ গার্দিওলার মতো দুর্দান্ত কোচের অধীনে খেলে আবেগপ্রবণ হয়েছেন বলেই জানালেন হালান্ড। বললেন, ‘তার সঙ্গে কাজ করা সত্যিই বিশেষ কিছু। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমি আগামী মৌসুমের জন্য অপেক্ষা করছি। আরও বেশি বিকশীত হতে চাচ্ছি। আমি এখনও তরুণ। আমার হাতে অনেক বছর আছে। বিশ্বের সেরা কোচের কাছে প্রতিদিন প্রশিক্ষণ নেয়ার জন্য এটা একটি ভালো স্থান।’

Exit mobile version